আমরা অনেক সময় চিন্তা করি যদি চাঁদটাকে ধরতে পারতাম, আবার অনেক সময় আকাশের মেঘের দিকে তাকিয়ে ভাবি ওই মনে হয় একটা কুমির,হাতি উড়ে যাচ্ছে।চাঁদটাকে ধরা বাস্তবে সম্ভব না করতে পারলেও ক্যামেরার কৌশলে এটা কৃত্রিমভাবে সম্ভব। এ জাতীয় ছবি গুলোকে বলে tricks photo. তো এ জাতীয় কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আজ। আপনারা হয়ত অনেকেই এগুলো দেখেছেন। তবুও আবার দেখুন। ভাল জিনিস বারবার দেখলে তো আর সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে ছবিগুলোতে আসা যাক।
Post a Comment