১।গুগলের কোড অব কনডাক্ট হলো Don’t be evil”
২।গুগলের কর্মকর্তারা সবসময় বিশ্বাস রাখেন যে,সৃজনশীলতা তৈরী করা যায় যদি সাথে থাকে মজাদার কিছু সহকর্মী এবং মজার কাজের পরিবেশ।
৩।গুগলের একটি আদর্শ অফিসরুমে যা থাকা লাগবে- একটি বিশ্রামাগার সাথে খেলার ব্যবস্থা,একটি লাইব্রেরী এবং একুরিয়াম।
৪।গুগলের অফিসের ভিতরে প্রায় সব জায়গায় হোয়াটবোর্ডের ব্যবস্থা করা আছে যাতে কোনো কর্মীর যখনই কোনো আইডিয়া মাথায় আসে যেনো লিখে রাখতে পারে।
৫।গুগলের কাজের মজার একটা আইডিয়া হলো- কর্মীরা তাদের নির্ধারিত সময়ের ২০% কাজ করা হতে বিরত থাকতে পারে।এ সময় টাকে বলা হয় free creative time। Google News এবং GMail এই free creative time এরই আবিষ্কার।
গুগল অফিসের কিছু ছবি
২।গুগলের কর্মকর্তারা সবসময় বিশ্বাস রাখেন যে,সৃজনশীলতা তৈরী করা যায় যদি সাথে থাকে মজাদার কিছু সহকর্মী এবং মজার কাজের পরিবেশ।
৩।গুগলের একটি আদর্শ অফিসরুমে যা থাকা লাগবে- একটি বিশ্রামাগার সাথে খেলার ব্যবস্থা,একটি লাইব্রেরী এবং একুরিয়াম।
৪।গুগলের অফিসের ভিতরে প্রায় সব জায়গায় হোয়াটবোর্ডের ব্যবস্থা করা আছে যাতে কোনো কর্মীর যখনই কোনো আইডিয়া মাথায় আসে যেনো লিখে রাখতে পারে।
৫।গুগলের কাজের মজার একটা আইডিয়া হলো- কর্মীরা তাদের নির্ধারিত সময়ের ২০% কাজ করা হতে বিরত থাকতে পারে।এ সময় টাকে বলা হয় free creative time। Google News এবং GMail এই free creative time এরই আবিষ্কার।
গুগল অফিসের কিছু ছবি
Post a Comment